অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন ব্যাটার ফজলে রাব্বি

খুলনা স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের (২৭তম আসর) ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বরিশাল বিভাগের ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি।
বিজ্ঞাপন
শনিবার (২৫ অক্টোবর) ম্যাচের ১৯তম ওভারের পর বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন।
তৎক্ষণাৎ দৌড়ে আসেন প্রতিপক্ষ দলের ব্যাটার সৌম্য সরকার। পরে রাব্বিকে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়।
আরও পড়ুন: স্পিন ঘূর্নীতে সিরিজ জয় মিরাজদের
বিজ্ঞাপন
ম্যাচ রেফারি আখেরুজ্জামান খান বলেন, ‘রাব্বির পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল, চোখেও সমস্যা দেখা দেয়। আমরা ভেবেছিলাম হয়তো স্ট্রোক করেছে। তবে এখন তিনি অনেকটাই ভালো আছেন।’
আরও পড়ুন: বাংলাদেশের স্পিন আঘাতে বিপাকে উইন্ডিজরা
হাসপাতালে নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও রাব্বি নিজেই ড্রেসিং রুমে ফেরেন। বর্তমানে তিনি স্বাভাবিক অবস্থায় আছেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, জাতীয় দলের জার্সিতে ২০১৮ সালে দুই ম্যাচ খেলেছিলেন এই ব্যাটার।








