Logo

আর্জেন্টাইন সমর্থকদের স্বপ্নে হতাশা

profile picture
ক্রীড়া ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৫, ১৫:০৫
12Shares
আর্জেন্টাইন সমর্থকদের স্বপ্নে হতাশা
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দলকে মাঠে দেখতে মুখিয়ে ছিলেন ভারত ও বাংলাদেশের কোটি ভক্ত। নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে ভারতের কেরালার জওহরলাল নেহরু স্টেডিয়ামে নির্ধারিত ছিল প্রীতি ম্যাচটি।

বিজ্ঞাপন

কিন্তু শেষ মুহূর্তে ফিফার অনুমোদন না মেলায় ম্যাচটি স্থগিত করা হয়েছে। ফলে লিওনেল মেসিকে ভারতের মাটিতে খেলতে দেখার অপেক্ষা আরও দীর্ঘ হলো সমর্থকদের জন্য।

ব্রডকাস্টিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অ্যান্টো অগাস্টিন জানিয়েছেন, ফিফার আনুষ্ঠানিক অনুমতি না পাওয়ায় নভেম্বরের নির্ধারিত তারিখে ম্যাচ আয়োজন সম্ভব হচ্ছে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, কেরালায় প্রীতি ম্যাচটি পরবর্তী উইন্ডোতে অনুষ্ঠিত হবে। খুব শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে।

এদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে জানিয়েছে, লিওনেল স্কালোনির নেতৃত্বে দলটি নভেম্বর মাসে স্পেন সফর করবে অনুশীলনের জন্য। এরপর ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় একমাত্র প্রীতি ম্যাচ খেলবে তারা। ওই ম্যাচ শেষে দলটি দক্ষিণ আমেরিকায় ফিরে ১৮ নভেম্বর পর্যন্ত অনুশীলন করবে।

যদিও দলের ভারত সফর স্থগিত হয়েছে। তবে জানা গেছে, লিওনেল মেসি নিজে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ব্যক্তিগত সফরে ভারতে যাবেন। এতে কিছুটা হলেও সান্ত্বনা খুঁজে পাচ্ছেন মেসির ভারতীয় ও বাংলাদেশি সমর্থকরা।

বিজ্ঞাপন

ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন, এই ম্যাচের আয়োজন স্থগিত হওয়ায় ভারতীয় ফুটবলে যে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছিল, তা সাময়িকভাবে থমকে গেলেও ভবিষ্যতে ম্যাচটি অনুষ্ঠিত হলে এটি হবে উপমহাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক আয়োজন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

আর্জেন্টাইন সমর্থকদের স্বপ্নে হতাশা