Logo

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে যেমন হবে বাংলাদেশের একাদশ

profile picture
ক্রীড়া ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৫, ১৩:০৮
3Shares
সিরিজ নিশ্চিতের লক্ষ্যে যেমন হবে বাংলাদেশের একাদশ
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে হারের পর এখন ১-১ সমতায় দাঁড়িয়ে সিরিজ।

বিজ্ঞাপন

ফলে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শেষ ওয়ানডেটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী লড়াই। দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।

সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে খুব একটা ভালো সময় কাটছে না মেহেদী হাসান মিরাজের দলের। এই সিরিজ শুরুর আগে শেষ ১২ ওয়ানডেতে মাত্র একটিতে জয় পেয়েছিল টাইগাররা। তাই ঘরের মাঠে স্পিন সহায়ক উইকেটে লড়াইয়ের সিদ্ধান্তে আপত্তির সুযোগ নেই কারও।

বিজ্ঞাপন

দ্বিতীয় ম্যাচে ইতিহাস গড়েছিল মিরাজ-রিশাদরা—বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে প্রথমবার ম্যাচ গড়ায় টাইয়ে। তবে সুপার ওভারে এক রানে হেরে যায় স্বাগতিকরা। এবার তাই সিরিজ জয়ে আর কোনো ভুলের সুযোগ রাখছে না দলটি।

দলের গঠনেও বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আগের ম্যাচের মতোই চার স্পিনার নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। ব্যাটারদেরও আবারও পরীক্ষায় পড়তে হবে মিরপুরের ধীর গতির কালো পিচে ক্যারিবীয় স্পিন আক্রমণের বিপক্ষে।

বিজ্ঞাপন

অন্যদিকে, শাই হোপের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজও আত্মবিশ্বাসী। তাদের স্পিন আক্রমণ দ্বিতীয় ম্যাচে দারুণ কার্যকর প্রমাণিত হয়েছিল। এবার সেই ধারাবাহিকতা বজায় রাখতে চায় সফরকারীরা।

একনজরে সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজ: ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আকিম অগাস্তে, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রেভস, আকিল হোসেন ও খারি পিয়েরে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD