সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চার স্পিনার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিতের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বিজ্ঞাপন
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার) দুপুর দেড়টায় শুরু হবে দ্বিতীয় ওয়ানডে।
প্রথম ম্যাচে ২০৭ রানের স্বল্প পুঁজি নিয়েও ৭৬ রানের বড় জয় পেয়েছিল টাইগাররা। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ সিরিজ নিশ্চিতের মিশনে নামছে মিরাজের দল।
বিজ্ঞাপন
মিরপুরের আলোচিত কালো উইকেট এবারও রয়ে গেছে আলোচনায়। প্রথম ওয়ানডের মতো এবারও স্পিনে নির্ভর করছে বাংলাদেশ। তিন স্পিনার নিয়ে নেমেছিল তারা প্রথম ম্যাচে—রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও মেহেদী মিরাজ। এবার যোগ হয়েছেন নাসুম আহমেদ, ফলে একাদশে জায়গা হয়েছে চারজন স্পিনারের। তার জায়গায় বিশ্রাম পেয়েছেন পেসার তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।