Logo

মুক্তিপণ দিতে না পারায় প্রাণ হারালেন সেনেগালের তরুণ গোলরক্ষক

profile picture
ক্রীড়া ডেস্ক
২১ অক্টোবর, ২০২৫, ১২:০৪
14Shares
মুক্তিপণ দিতে না পারায় প্রাণ হারালেন সেনেগালের তরুণ গোলরক্ষক
ছবি: সংগৃহীত

ভুয়া বিদেশি ফুটবল স্কাউটদের প্রলোভনে পড়ে ঘানায় গিয়ে প্রাণ হারিয়েছেন সেনেগালের প্রতিশ্রুতিশীল তরুণ গোলরক্ষক শেখ তোরে (১৮)।

বিজ্ঞাপন

স্থানীয় সংবাদমাধ্যম ও সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঘানায় পৌঁছানোর পর অস্ত্রধারী একদল প্রতারক তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে।

পরিবার নির্ধারিত সময়ের মধ্যে মুক্তিপণ দিতে ব্যর্থ হলে অপহরণকারীরা নির্মমভাবে শেখ তোরেকে হত্যা করে। নিহত তোরে সেনেগালের ‘এসপ্রি ফুট ইয়েমবেল’ একাডেমির প্রশিক্ষণার্থী ছিলেন এবং দেশটির ফুটবলে ভবিষ্যৎ তারকা হিসেবে বিবেচিত হচ্ছিলেন।

বিজ্ঞাপন

সেনেগাল ও ঘানার যৌথ উদ্যোগে ঘটনার তদন্ত শুরু হয়েছে। শেখের মরদেহ সেনেগালে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান। সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিবারকে সমবেদনা জানিয়ে জানিয়েছে, তরুণ ক্রীড়াবিদ ও অভিভাবকদের বিদেশ সফর বা ক্লাব ট্রায়ালের প্রস্তাবের ক্ষেত্রে সরকারি চ্যানেল ব্যবহার করে যাচাই-বাছাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD