‘মাথা উঁচু করে রাখো’, ফাইনালে হারলেও উত্তরসূরীদের প্রশংসায় মেসি

লাতিন পরাশক্তি আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ করে ইতিহাস গড়েছে মরক্কো। প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে আফ্রিকার দেশটি।
বিজ্ঞাপন
সোমবার (২০ অক্টোবর) ভোরে চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ২–০ গোলে হারিয়ে মরক্কো ছিনিয়ে নেয় ট্রফি।
২০০৭ সালের পর এবারই আবারও অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল লিওনেল মেসির উত্তরসূরীরা। ১৮ বছরের শিরোপা খরা কাটানোর বড় সুযোগ ছিল তাদের সামনে। টানা ছয় ম্যাচে জয়ের ধারায় থাকা আর্জেন্টিনাকে নিয়ে ছিল ব্যাপক আশাবাদ। কিন্তু ফাইনালের দিন ভাগ্য সহায় হয়নি। ম্যাচজুড়ে ৭৬ শতাংশ সময় বলের দখল রেখেও ও ২০টি শট নিয়েও জালের দেখা পায়নি দলটি। বিপরীতে মরক্কো সুযোগ কাজে লাগিয়ে জালে বল জড়ায় দুবার।
বিজ্ঞাপন
হারের পর তরুণ খেলোয়াড়দের উদ্দেশে অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন লিওনেল মেসি। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “মাথা উঁচু করে রাখো, ছেলেরা! তোমরা দারুণ এক টুর্নামেন্ট খেলেছো। আমরা সবাই শিরোপা আশা করেছিলাম, কিন্তু তোমাদের পারফরম্যান্সে আমরা গর্বিত। নীল-সাদা জার্সির জন্য যে হৃদয় দিয়ে লড়েছো, সেটাই সবচেয়ে বড় সাফল্য।”
ফাইনাল শেষে দলের কোচও খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে কিছুটা হতাশ হলেও প্রতিপক্ষকে কৃতিত্ব দেন। তিনি বলেন, “আজকের ম্যাচটা ছিল সম্পূর্ণ ভিন্ন। আমরা আগের মতো খেলতে পারিনি, গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে ব্যর্থ হয়েছি। মরক্কো শারীরিকভাবে শক্তিশালী ছিল, তাই জয়টা তাদের প্রাপ্য।”