ক্যারিবীয়দের ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরলো বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আবারও ব্যাটিং ব্যর্থতার চিত্র দেখাল বাংলাদেশ। শনিবার (১৮ অক্টোবর) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২০৭ রানে গুটিয়ে যায় টাইগাররা।
বিজ্ঞাপন
জবাবে ক্যারিবীয়দের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২০৮ রান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে যেনো বাংলাদেশের দেখানো পথেই হাঁটছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৫ উইকেটে ৯৫ রান। শাই হোপ ৫ ও গুডাকেশ মোতি ২ রানে অপরাজিত আছেন।
বিজ্ঞাপন
এর আগে, ইনিংসের শুরুতেই ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। ওপেনার সাইফ হাসান (৩) ও সৌম্য সরকার (৪) ফিরে গেলে মাত্র ৮ রানে দুই উইকেট হারায় স্বাগতিকরা। এরপর তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত দলের হাল ধরার চেষ্টা করেন। তবে তারা খেলেন রক্ষণাত্মক ভঙ্গিতে। তৃতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়লেও রান তুলতে সময় নেন ২০ ওভারেরও বেশি।
৬৩ বলে ৩২ রান করে শান্ত এলবিডব্লিউ হয়ে ফিরলে চাপ আরও বাড়ে। এরপর অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে হৃদয়ের ৩৬ রানের ধীরগতির জুটি গড়ে বাংলাদেশ। এদিন হৃদয় করেন দলীয় সর্বোচ্চ ৫১ রান (৯০ বলে)। অঙ্কনও অভিষেক ম্যাচেই অর্ধশতকের পথে থাকলেও ৪ রানের জন্য তা মিস করেন (৭৬ বলে ৪৬)।
বাংলাদেশের ইনিংস জুড়েই ছিল ধীরগতি আর বাউন্ডারির খরা। ২১.৫ থেকে ৩৫.৩ ওভার পর্যন্ত একটি বাউন্ডারিও মারতে পারেনি স্বাগতিকরা। তবে ইনিংসের শেষদিকে রিশাদ হোসেন ও তানভীর ইসলামের ঝড়ো ব্যাটিং কিছুটা লড়াইয়ের পুঁজি এনে দেয়। রিশাদ ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল ১ চার ও ২ ছক্কা। শেষ ওভারের প্রথম বলে তানভীরের ছক্কায় দুইশ রানে পৌঁছায় বাংলাদেশ।
বিজ্ঞাপন
সবশেষে ৪৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ক্যারিবীয়দের হয়ে জেডন সিলস নেন ৩ উইকেট, রোস্টন চেজ ও জাস্টিন গ্রেভস নেন ২টি করে। পিয়েরে ও রোমারিও শেফার্ড পান ১টি করে উইকেট।
সব মিলিয়ে ৪৯.৪ ওভারে বাংলাদেশ অলআউট হয় ২০৭ রানে। জেডন সিলস ৩ উইকেট, রোস্টন চেজ ও জাস্টিন গ্রেভস ২টি করে উইকেট নেন। এছাড়া পিয়েরে ও রোমারিও শেফার্ড নেন ১টি করে উইকেট। বাংলাদেশের সংগ্রহ ক্যারিবীয় শক্তিশালী ব্যাটিং লাইনআপের জন্য খুব একটা চ্যালেঞ্জিং নয়। এখন দেখার পালা, বোলাররা কি পারেন এই স্কোর রক্ষা করতে।
বিজ্ঞাপন