টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড

নারী টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ডটি চার বছর ধরে নিউজিল্যান্ডের তারকা সোফি ডিভাইনের নামে ছিল। তবে সম্প্রতি ভারতীয় ব্যাটার কিরন নাবগিরে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন।
বিজ্ঞাপন
কিরন মাত্র ৩৪ বলে সেঞ্চুরি করেছেন, যা আগের ৩৬ বলের রেকর্ডকে ছাপিয়ে গেছে। আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখনো ওয়েস্ট ইন্ডিজের দিয়েন্দ্রা ডটিনের ৩৮ বলের নামেই আছে।
কিরনের এই নজরকাড়া ইনিংসটি এসেছে ভারতের ঘরোয়া টুর্নামেন্ট সিনিয়র ওমেন্স টি-টোয়েন্টি ট্রফিতে। নাগপুরে মহারাষ্ট্রের হয়ে পাঞ্জাবের বিরুদ্ধে নামা কিরন মাত্র ৩৫ বল খেলে ১০৬ রান করেন। তার ব্যাটে চড়ে মহারাষ্ট্র মাত্র ৮ ওভারে জয় নিশ্চিত করে। প্রতিপক্ষ পাঞ্জাব আগে ব্যাট করে ১১১ রান তুলেছিল।
বিজ্ঞাপন
নাবগিরের সঙ্গে ওপেনার ইশ্বরি সাভকার প্রথম বলেই আউট হন। এরপর মুক্তা মাগরেকের সঙ্গে ১০৩ রানের জুটি গড়ে কিরন দলকে ৮ ওভারে লক্ষ্য পূরণে পৌঁছে দেন। এই ইনিংসে কিরনের হাত ধরে আসে ৯৪ শতাংশ রান। তিনি হাঁকিয়েছেন ১৪টি চার ও ৭টি ছক্কা।
দ্রুততম সেঞ্চুরি গঠনের পাশাপাশি কিরন নারী টি-টোয়েন্টিতে একমাত্র সেঞ্চুরিয়ান যাঁর স্ট্রাইকারেট ৩০০। আন্তর্জাতিক স্তরে, ডটিনের দ্রুততম সেঞ্চুরি ৩৮ বলে। এছাড়া অস্ট্রেলিয়ার গ্রেস হ্যারিস এবং ইংল্যান্ডের ডেভিনা পেরিনও ৪২ বলে সেঞ্চুরি করেছেন।
বিজ্ঞাপন
৩১ বছর বয়সী কিরনের জাতীয় দলের অভিষেক ঘটে ২০২২ সালে, তবে প্রথম ৬ ম্যাচে তিনি মাত্র ১৭ রান করেছেন। তবে ঘরোয়া টুর্নামেন্টে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। কিরনের ব্যাট থেকে এসেছে এক মৌসুমে ৩৫টি ছক্কা, এবং অরুণাচল প্রদেশের বিপক্ষে ৭৬ বলে ১৬২ রানের ইনিংস খেলে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে প্রথম নারী ক্রিকেটারের দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেন। এছাড়া তিনি ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ২৫ বলের দ্রুততম ফিফটির রেকর্ডও স্থাপন করেছেন।