সোবহানার ফিফটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড গড়ল বাংলাদেশ

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে সোবহানা মোস্তারির অসাধারণ ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। শুরুতে ভালো টস জয়ের পর ব্যাটিংয়ে দারুণ শুরু করলেও লাল-সবুজের মেয়েরা পরবর্তী সময়ে ছন্দ হারায়। শেষ মুহূর্তে একাই দলের ভরসা হয়ে দাঁড়ান সোবহানা।
বিজ্ঞাপন
৮০ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংসে তিনি বাংলাদেশের প্রথম ফিফটি পূর্ণ করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। শেষ পর্যন্ত টাইগ্রেসরা ৯ উইকেট হারিয়ে ১৯৮ রানের সংগ্রহ করে, যা ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর।
আরও পড়ুন: মরক্কো গড়ল টানা জয়ের নতুন বিশ্বরেকর্ড
প্রথমে ওপেনাররা ভালো শুরু করলেও ৩২ রানে ফারজানা সাজঘরে ফিরে যান। এরপর ঝিলিক ও শারমিনের দ্বিতীয় উইকেট জুটিও ৪১ রান যোগ করতে পারলেও ধস নামে ব্যাটিংয়ে। দলের সবচেয়ে বড় দায়িত্বে সোবহানা সফলভাবে দাঁড়ান।
বিজ্ঞাপন
ফিল্ডিংয়ে কিছুটা অসতর্ক ছিল অস্ট্রেলিয়া। কমপক্ষে পাঁচটি ক্যাচ হাতছাড়া হয়, তবে বোলারদের দক্ষতায় বাংলাদেশকে দুইশোর নিচেই আটকে রাখা সম্ভব হয়। অস্ট্রেলিয়ার জন্য উইকেট নেন অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, আলাদা কিং ও জর্জিয়া ওয়ারহ্যাম, এছাড়া একটি উইকেট পান ম্যাগান স্কট।
যদিও বাংলাদেশ টানা তিন ম্যাচে হেরেছে, তবে সেমিফাইনালে পৌঁছানোর আশা বাঁচাতে মাইটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় অপরিহার্য। টাইগ্রেসদের অবশিষ্ট তিনটি ম্যাচ জিততেই হবে সেমিফাইনালে খেলতে।