মরক্কো গড়ল টানা জয়ের নতুন বিশ্বরেকর্ড

২০২২ কাতার বিশ্বকাপে আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে বিশ্ব ফুটবলে দারুণ ছাপ ফেলে মরক্কো। সেই সফল ধারাবাহিকতা বজায় রেখে সেপ্টেম্বরে তারা ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এবার মরক্কো আরও এক রেকর্ড গড়েছে—টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের কীর্তি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ অক্টোবর) আফ্রিকা বাছাইপর্বে কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে মরক্কো টানা আটটি ম্যাচ জয়ের ধারা বজায় রেখেছে। একমাত্র গোলটি করেছেন ইউসেফ এন-নেসিরি (৬৩ মিনিটে)। এর ফলে ‘ই’ গ্রুপে মরক্কোর সংগ্রহ শতভাগ ২৪ পয়েন্ট। আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে এখন পর্যন্ত কোনো দল এ ধরনের কীর্তি করতে পারেনি।
তবে এই রেকর্ডের যাত্রা নতুন নয়। মরক্কো এখন পর্যন্ত টানা ১৬ ম্যাচে জয় অর্জন করেছে, যা পূর্বে ২০১০ বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের ১৫ ম্যাচের রেকর্ডকে ছাপিয়ে গেছে। ২০০৮ সালের জুন থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত জাভি-ইনিয়েস্তাদের নেতৃত্বে স্পেন এই রেকর্ড করেছিল। মরক্কো ২০২৪ সালের মার্চের পর থেকে কোনও ম্যাচে হেরেছে না; মৌরিতানিয়ার সঙ্গে গোলশূন্য ড্র ছিল শেষ ভিন্ন ফল। এরপর থেকে তারা আফ্রিকা কাপ নেশনস ও বাছাইপর্বের মিলিত ম্যাচে জয়ীর ধারাবাহিকতা বজায় রেখেছে।
বিজ্ঞাপন
গত ১৯ মাসে মরক্কো প্রতিপক্ষের জালে ৫০ গোল করেছে এবং মাত্র ৪টি গোল হজম করেছে। তুলনামূলকভাবে, স্পেন তাদের ১৫ ম্যাচের জয়যাত্রায় ৩৯ গোল করেছিলেন এবং মাত্র ২টি গোল হজম করেছিলেন।
আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপে আরও ছয় দলের জায়গা নিশ্চিত
মরক্কোর এই জয়ের ধারা চলবে কি না তা সামনে আসা ফিফা প্রীতি ম্যাচগুলোতে নির্ভর করছে। যদিও এখনো প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি, বাছাইপর্বের পর তারা আগামী মাসে নতুন ম্যাচ খেলবে। উল্লেখ্য, আগস্টে আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপে তারা ‘বি’ দলে খেলে চ্যাম্পিয়ন হয়েছে, সেই ম্যাচগুলো এই রেকর্ডের অংশ নয়।