Logo

নিশ্চিত হলো সৌদি আরবসহ ছয় দলের ২০২৬ বিশ্বকাপ খেলার টিকিট

profile picture
ক্রীড়া ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৫, ১৫:০৯
11Shares
নিশ্চিত হলো সৌদি আরবসহ ছয় দলের ২০২৬ বিশ্বকাপ খেলার টিকিট
ছবি: সংগৃহীত

ফিফার অক্টোবর উইন্ডো শেষ হওয়ার পর নতুন করে ছয়টি দেশের ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত হয়েছে। এশিয়া থেকে সৌদি আরব ও কাতার, আফ্রিকা থেকে তিনটি দেশ—দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট ও সেনেগাল—এবং ইউরোপ থেকে প্রথম দেশ হিসেবে ইংল্যান্ড নিশ্চিত করেছে তাদের স্থান।

বিজ্ঞাপন

এশিয়ায় ইতিমধ্যে ছয়টি দল মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এবার সৌদি আরব এবং গত আসরের আয়োজক কাতারও সেই তালিকায় যোগ হলো। দোহায় কাতার আরব আমিরাতকে ২-১ গোলে হারায়, এবং জেদ্দায় সৌদি আরব ইরাকের সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করে। ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশ হওয়া সৌদি আরব এবার সপ্তমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে। এশিয়ার পক্ষ থেকে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে জর্ডান ও উজবেকিস্তান।

আফ্রিকায় দক্ষিণ আফ্রিকা ১৫ বছর পর আবারও বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তারা রুয়ান্ডাকে ৩-০ গোলে হারায় এবং ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে। একই সময় নাইজেরিয়া তারকা স্ট্রাইকার ভিক্টর ওশিমেনের হ্যাটট্রিকে সাহায্যে বেনিনকে ৪-০ গোলে হারিয়ে প্লে-অফে সুযোগ পেল। আইভরি কোস্ট কেনিয়াকে ৩-০ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠে এবং সেনেগাল মৌরিতানিয়াকে ৪-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে বিশ্বকাপে উঠেছে।

বিজ্ঞাপন

ইউরোপ থেকে প্রথম দেশ হিসেবে ইংল্যান্ড ৫-০ গোলে লাটভিয়াকে হারিয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার সঙ্গে বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে। ইংল্যান্ড বাছাইপর্বের ছয়টি ম্যাচই জিতেছে।

এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করা দলগুলো: কনক্যাকাফ (উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান): কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র কনমেবল (দক্ষিণ আমেরিকা): আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে এএফসি (এশিয়া): অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, সৌদি আরব, কাতার সিএএফ (আফ্রিকা): মরক্কো, তিউনিসিয়া, মিসর, আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট, সেনেগাল ওএফসি (ওশেনিয়া): নিউজিল্যান্ড উয়েফা (ইউরোপ): ইংল্যান্ড।

বিজ্ঞাপন

বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে আরও ২০ দল বাছাইপর্বের মাধ্যমে তাদের স্থান নিশ্চিত করবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD