ব্যর্থতার পর দেশে ফিরে সমর্থকদের দুয়ো শুনলেন মিরাজরা

আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক হোয়াইটওয়াশ ব্যর্থতার পর দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
বিজ্ঞাপন
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় ফিরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পথে বিমানবন্দর ছাড়ার সময় এক অভূতপূর্ব পরিস্থিতির মুখোমুখি হয় দল।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উপস্থিত দর্শকরা চরম ক্ষোভ প্রকাশ করেন মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাঈম শেখ ও তাওহীদ হৃদয়ের প্রতি। ব্যর্থতার দায় তাঁদের কাঁধেই দেখছেন ক্ষুব্ধ সমর্থকরা। চোখের সামনে ক্রিকেটারদের দেখে দর্শকরা চিৎকার করে বলেন—‘ভুয়া! ভুয়া!’
বিজ্ঞাপন
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ একটিতেও জয় পায়নি। ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় সিরিজ জুড়ে লজ্জাজনক পরাজয় বরণ করে নেয় টাইগাররা। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি বাংলাদেশ দলের অন্যতম সবচেয়ে হতাশাজনক সিরিজ
এমন পরাজয়ের পর দেশে ফিরে ক্রিকেটারদের বিমর্ষ দেখা গেছে। দীর্ঘদিন ধরে মাঠে ব্যর্থতার পর এবার সমর্থকদের ধৈর্যের বাঁধ যেন একেবারেই ভেঙে গেছে। কেউ কেউ এমন প্রতিক্রিয়াও দিয়েছেন যে, দলের ব্যাটিং এখন নিয়মিতভাবে লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এছাড়া ক্রিকেটারদের পরিবারের সদস্যদের মন্তব্য নিয়েও তৈরি হয়েছে নতুন বিতর্ক। জাকের আলি অনিকের বোন তাঁর ভাইকে সমর্থন দিতে গিয়ে অন্য ক্রিকেটারদের বিরুদ্ধে মন্তব্য করেন, যা আরও উত্তাপ ছড়িয়েছে অনলাইনে।
বিজ্ঞাপন
তবে ব্যর্থতার পরও বিশ্রামের সুযোগ পাচ্ছে না দল। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) থেকেই শুরু হচ্ছে অনুশীলন। শনিবার মাঠে নামবে বাংলাদেশ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে।
বিশ্লেষকদের মতে, আফগানিস্তানের বিপক্ষে ব্যর্থতার পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাংলাদেশের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। এই সিরিজই নির্ধারণ করবে, দলটি সত্যিই ঘুরে দাঁড়াতে পারবে কিনা।
বিজ্ঞাপন