Logo

২৮১৯ দিন পর বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে নতুন লজ্জা

profile picture
ক্রীড়া ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৫, ১৬:০২
12Shares
২৮১৯ দিন পর বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে নতুন লজ্জা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে আবারও ব্যর্থতার ছাপ ফেলল টাইগাররা। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২০০ রানের বিশাল ব্যবধানে হেরে গেল বাংলাদেশ।

বিজ্ঞাপন

আবুধাবিতে অনুষ্ঠিত এই তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৯৩ রানে অলআউট হয়ে ইতিহাসে আফগানদের বিপক্ষে তাদের সর্বনিম্ন স্কোর গড়ে।

এটি বাংলাদেশ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ হওয়া। এর আগে ২০২৩ সালে চট্টগ্রামে আফগানদের কাছে ১৪২ রানে হারের রেকর্ড ছিল সবচেয়ে বড়।

বিজ্ঞাপন

অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেটে আরও এক লজ্জাজনক রেকর্ডের পুনরাবৃত্তি ঘটল। প্রায় ২৮১৯ দিন বা প্রায় আট বছর পর ওয়ানডে ম্যাচে ফের ১০০ রানের নিচে গুটিয়ে গেছে বাংলাদেশ। সর্বশেষ এমন ঘটনা হয়েছিল ২০১৮ সালের ২৫ জানুয়ারি মিরপুরে, যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে স্কোরবোর্ডে টাইগারদের রান ছিল মাত্র ৮২।

শেষ সিরিজে বাংলাদেশের পারফরম্যান্সের চিত্র করুণ। প্রথম দুই ম্যাচেই হারতে হয় টাইগারদের। শেষ ওয়ানডেতে আফগানদের দেওয়া ২৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও ২৭.১ ওভারেই ৯৩ রানে অলআউট হয় বাংলাদেশ। আফগানিস্তানের ওয়ানডে ইতিহাসেও এটি সবচেয়ে বড় ব্যবধানে জয়।

বিজ্ঞাপন

বাংলাদেশের সাম্প্রতিক ওয়ানডে রেকর্ডও খুব সুখকর নয়—শেষ ১৩ ম্যাচে জয়ের সংখ্যা মাত্র এক। আফগানদের কাছে হারের ধাক্কা সামলাতে পারবে কি না মেহেদী হাসান মিরাজের দল, তা সামনে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের খেলাই দেখাবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD