জাতীয় দলে ফেরার সঙ্গে সঙ্গেই মেসি রচনা করলেন বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলে ফেরার ম্যাচেই ইতিহাস গড়ে দিয়েছেন। প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোকে ৬-০ ব্যবধানে উড়িয়ে আর্জেন্টিনা মাঠে নেমেছিল মায়ামিতে। এই ম্যাচে মেসি দুইটি অ্যাসিস্টের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড নিজের করে নেন।
বিজ্ঞাপন
মেসির প্রথম অ্যাসিস্ট থেকে গোল করেছেন গঞ্জালো মন্টিয়েল, আর পরবর্তী অ্যাসিস্টে লাউতারো মার্টিনেজকে গোল করতে সাহায্য করেছেন তিনি। এই দুইটি অ্যাসিস্টের ফলে তার আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট অ্যাসিস্টের সংখ্যা পৌঁছেছে ৬০-এ, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
এর মাধ্যমে মেসি ব্রাজিলের নেইমার জুনিয়র ও যুক্তরাষ্ট্রের ল্যান্ডন ডোনোভানকে ছাড়িয়ে গেছেন, যাদের অ্যাসিস্ট ছিল ৫৮। এছাড়া হাঙ্গেরির কিংবদন্তি শানদর কোকসিস (৫১) ও ফেরেঙ্ক পুসকাস (৫০)ও তার পেছনে থাকলেন।
বিজ্ঞাপন
ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে মেসির মোট অ্যাসিস্টের সংখ্যা এখন ৩৯৮। অর্থাৎ, মাত্র দুইটি আরও অ্যাসিস্টের মধ্য দিয়েই তিনি ৪০০ অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করবেন।
আসন্ন শনিবার, ন্যাশভিলের বিপক্ষে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলতে নামবেন মেসি, যেখানে নতুন রেকর্ডকে আরও বড় করার অপেক্ষায় রয়েছেন এই আর্জেন্টাইন তারকা।