সাকিবের ঝোড়ো ব্যাটিংয়ের পরও শিরোপার স্বপ্নভঙ্গ

কানাডা সুপার সিক্সটির ফাইনালে এসে থেমে গেল মন্ট্রিয়েল রয়্যাল টাইগার্সের শিরোপা স্বপ্ন। সাকিব আল হাসানের ঝোড়ো ইনিংসও শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি।
বিজ্ঞাপন
টস হেরে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মন্ট্রিয়েল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। একপ্রান্তে লড়াই চালান সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। মাত্র ১২ বল খেলে ২ চার ও ৩ ছক্কায় করেন ২৯ রানের ক্যামিও ইনিংস। ওপেনার দিলপ্রিত বাজওয়ার ১৮ রানের ইনিংস ছাড়া দলের অন্য কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। ফলে মন্ট্রিয়েলের ইনিংস থামে মাত্র ৬৯ রানে।
ব্র্যাম্পটন ব্লিটজের হয়ে ডিলন হেইলিগার ৪ উইকেট নিয়ে মন্ট্রিয়েলের ব্যাটিং লাইনআপে ধস নামান। এছাড়া ডেভিড ভিসা ও ক্রিস গ্রিভস নেন ৩টি করে উইকেট।
বিজ্ঞাপন
জবাবে ব্যাট করতে নেমে ব্লিটজের ওপেনার উইল স্মিদ দ্রুত আউট হলেও মার্টিন গাপটিল ও জেমস ভিন্সের জুটিতে জয় নিশ্চিত হয় সহজেই। গাপটিল ১৩ বল খেলে ২৩ এবং ভিন্স ১৬ বলে ৩৪ রান করেন। মন্ট্রিয়েলের হয়ে ব্রাড কুরি ২ উইকেট নেন। সাকিবের বোলিং করার সুযোগ হয়নি, কারণ মাত্র ৫.৫ ওভারেই ফলাফল নিশ্চিত হয়ে যায়।
ফাইনাল হেরে মন্ট্রিয়েলের শিরোপা স্বপ্ন চূড়ান্তভাবে ভঙ্গ হয়েছে। তবে সাকিবের ঝোড়ো ব্যাটিং একটি উজ্জ্বল মুহূর্ত হিসেবে মনে থাকবে।