Logo

খেলা চলাকালে মাঠেই প্রাণ হারালেন ভারতীয় পেসার

profile picture
ক্রীড়া ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৫, ১৫:৩৯
13Shares
খেলা চলাকালে মাঠেই প্রাণ হারালেন ভারতীয় পেসার
ছবি: সংগৃহীত

খেলা চলাকালীন প্রাণ হারানোর ঘটনা নতুন নয়। ক্রিকেট হোক বা ফুটবল, খেলাধুলায় এমন দুর্ঘটনা সময় সময়ে ঘটে থাকে। এবার নতুন করে এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। স্থানীয় একটি ক্রিকেট ম্যাচ চলাকালায় আহমার খান নামের বাঁহাতি পেসার শেষ বল করার পর মাঠেই মৃত্যুবরণ করেছেন।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের খবর, মোরাদাবাদের বিলারি ব্লকে অনুষ্ঠিত ইউপি ভেটেরান্স ক্রিকেট ম্যাচে মোরাদাবাদ এবং সম্বল দলের খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিলেন। ম্যাচটি চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পৌঁছেছিল। শেষ ওভারে সম্বলের দলকে ৪ বলে ১৪ রান করতে হতো। আহমার খান শেষ চার বলে ১১ রান দেন, এবং ম্যাচ জিতে যায় তার দল। তবে শেষ বল করেই ঘটে বিপর্যয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আহমারের শেষ বলটা লেগ সাইডে খেলেন ব্যাটার এবং সেটা চার হয়। বলটা ছেড়েই ক্রিজে বসে পড়েন আহমার। একপর্যায়ে তিনি শুয়ে পড়েন ক্রিজে। দলের বাকি ক্রিকেটাররা ম্যাচ জয়ের আনন্দ শুরু করলেও বাঁহাতি পেসারের দিকে নজর যেতেই তার দিকে ছুটে আসেন সবাই। উপস্থিত লোকজন মাঠেই তাকে সিপিআর দিতে থাকেন। দ্রুত সময়ের মধ্যে আহমারকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আহমার খান মোরাদাবাদের একতা বিহার এলাকার বাসিন্দা ছিলেন। তার পরিবারে রয়েছেন স্ত্রী, দুই সন্তান ও বোন। মৃত্যুর খবরে স্থানীয় ক্রীড়াক্ষেত্রে ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD