Logo

আইপিএল থেকেও অবসর নিচ্ছেন বিরাট কোহলি?

profile picture
ক্রীড়া ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৫, ১৪:৩২
15Shares
আইপিএল থেকেও অবসর নিচ্ছেন বিরাট কোহলি?
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি–টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার আইপিএল থেকেও সরে দাঁড়াতে পারেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এবার ভাঙনের পথে—এমন ইঙ্গিতই মিলছে সম্প্রতি।

বিজ্ঞাপন

ভারতীয় ক্রীড়া সংবাদমাধ্যম ‘রেভ স্পোর্টস’ জানায়, আরসিবির সঙ্গে যুক্ত একটি বাণিজ্যিক সংস্থার সঙ্গে নতুন চুক্তিতে সই করতে রাজি হননি কোহলি। সংস্থাটি ২০২৬ আইপিএলের জন্য কোহলিকে তাদের প্রচারের মুখ করতে চাইলেও বারবার সময় চেয়েছেন এই তারকা ব্যাটার। শেষ পর্যন্ত তার নীরবতা ও অনাগ্রহ থেকেই আইপিএল ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বেড়েছে।

কোহলি একাধিকবার নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এমনকি আরসিবির প্রচারণায় নিজের নাম ও মুখ ব্যবহারে আপত্তিও জানিয়েছেন তিনি। গত মৌসুমের আগে বেঙ্গালুরু কর্তৃপক্ষ তাকে আবার অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেটিও বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন তিনি। পরবর্তীতে রজত পতিদারকে অধিনায়ক করে দলটি ইতিহাস গড়ে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জেতে।

বিজ্ঞাপন

কোহলির এক ঘনিষ্ঠ মহলসূত্রে জানা গিয়েছে, মহেন্দ্র সিংহ ধোনিকে অনুসরণ করতে চান না কোহলি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০১৯ সালে অবসর নেওয়ার পর এখনও ধোনি আইপিএল খেলে চলেছেন। কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ২০২৪ সালের বিশ্বকাপ জয়ের পর। গত আইপিএলের সময় বিদায় জানিয়েছেন টেস্ট ক্রিকেটকেও। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর দীর্ঘ দিন আইপিএল খেলার বিপক্ষে কোহলি।

বিজ্ঞাপন

গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর ভারতের হয়ে খেলেননি কোহলি। আসন্ন অস্ট্রেলিয়া সফরের এক দিনের সিরিজে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তিনি। গত আইপিএলের পর থেকেই পরিবার নিয়ে তিনি লন্ডনে রয়েছেন। তার মধ্যেই তার আইপিএল ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD