Logo

সেঞ্চুরিতে কোহলিকে ছুঁয়ে একাধিক রেকর্ড গিলের

profile picture
ক্রীড়া ডেস্ক
১২ অক্টোবর, ২০২৫, ১৬:৫১
9Shares
সেঞ্চুরিতে কোহলিকে ছুঁয়ে একাধিক রেকর্ড গিলের
ছবি: সংগৃহীত

ভারতের তরুণ তারকা শুভমান গিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। দ্বিতীয় টেস্টে অপরাজিত ১২৯ রানের ইনিংস খেলে একের পর এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

বিজ্ঞাপন

গিল এ ইনিংসের মাধ্যমে ভারতের অধিনায়ক হিসেবে ১ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন। টেস্টে তার ব্যাট থেকে এসেছে ৯৩৩ রান, টি-টোয়েন্টিতে ১৭০। ফলে সব মিলিয়ে অধিনায়ক হিসেবে তার মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১১০৩ রান। মাত্র ১৫ ইনিংসে এই মাইলফলকে পৌঁছে দেশের তৃতীয় দ্রুততম অধিনায়ক হয়েছেন তিনি—যেখানে শীর্ষে আছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার ও বিরাট কোহলি।

এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ভারতীয়দের মধ্যে এখন শীর্ষে আছেন গিল। এ পর্যন্ত তার সংগ্রহ ২৭৫০ রান, যা ঋষভ পান্তকেও পেছনে ফেলেছে।

বিজ্ঞাপন

সেঞ্চুরির দিক থেকেও গিল লিখেছেন নতুন ইতিহাস। ডব্লিউটিসিতে এত দিন ৯টি সেঞ্চুরি নিয়ে রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। এবার সেই রেকর্ড ভেঙে ১০ সেঞ্চুরির মালিক হয়েছেন এই তরুণ ব্যাটার।

সবশেষে, এক বর্ষপঞ্জিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে কোহলির পাশে জায়গা করে নিয়েছেন গিল। ২০১৭ ও ২০১৮ সালে কোহলি করেছিলেন পাঁচটি করে সেঞ্চুরি—২০২৫ সালে গিলও সেই সংখ্যায় পৌঁছে সমান কৃতিত্ব অর্জন করেছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD