আইপিএলকেও বিদায় জানাতে যাচ্ছেন বিরাট কোহলি!

টেস্ট আর টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। এবার মনে হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেও সরে দাঁড়াতে চলেছেন বিরাট কোহলি।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যমের খবর, আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পর আইপিএল থেকেও অবসরের ঘোষণা দিতে পারেন ভারতীয় ক্রিকেটের এই তারকা ব্যাটার।
শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) জার্সিতে দেখা গেছে কোহলিকে। বলা যায়, দলটির ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। তবে দীর্ঘদিনের এই সম্পর্কের অবসান ঘটাতে পারেন তিনি—এমন ইঙ্গিত মিলছে সম্প্রতি।
আরও পড়ুন: হামজাকে অধিনায়ক হিসেবে দেখতে চান আমিনুল
বিজ্ঞাপন
রেভস্পোর্টজের এক প্রতিবেদনে জানা যায়, আরসিবির সঙ্গে যুক্ত একটি ব্র্যান্ডের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করতে রাজি হননি কোহলি। বরং তিনি সেই প্রতিষ্ঠানকে নিজের বিকল্প খুঁজে নিতে বলেছেন। এতে স্পষ্ট হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি পর্যায়ের ক্রিকেট থেকে সরে আসার দিকেই ঝুঁকছেন তিনি।
মাঠের খেলাতেও দেখা যাচ্ছে বিদায়ের আভাস। এক সময় দলটির নিয়মিত অধিনায়ক ছিলেন কোহলি, কিন্তু সর্বশেষ মৌসুমের আগে আবারও অধিনায়কত্বের প্রস্তাব পেলে তা প্রত্যাখ্যান করেন তিনি। এরপর দায়িত্ব তুলে দেওয়া হয় তরুণ রজত পাতিদারের হাতে।
বিজ্ঞাপন
কোহলির মতো বড় তারকা আইপিএল ছাড়লে আরসিবির ব্র্যান্ড ভেল্যু এবং জনপ্রিয়তা যে বড় ধাক্কা খাবে, তাতে সন্দেহ নেই। তবে সময়ের স্রোতে হয়তো কোহলিও নিজের অধ্যায়ের শেষটুকু টানতে প্রস্তুত হচ্ছেন ধীরে ধীরে।