আর্জেন্টাইন শিবিরে চোটের হানা, ছিটকে গেলেন যে খেলোয়াড়

আসন্ন প্রীতি ম্যাচের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। হাঁটুর চোটের কারণে দলে থাকতে পারছেন না দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
বিজ্ঞাপন
আগামী বুধবার (১৫ অক্টোবর) পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা। কিন্তু ম্যাচের মাত্র কয়েকদিন আগে চোটের খবর আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তার ছায়া ফেলেছে।
শনিবার (১১ অক্টোবর) আর্জেন্টিনা ফুটবল দলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন: হামজাকে অধিনায়ক হিসেবে দেখতে চান আমিনুল
বিজ্ঞাপন
গত শুক্রবার ফ্লোরিডায় ভেনেজুয়েলার বিরুদ্ধে ১-০ গোলের জয়ের ম্যাচে প্রায় পুরো সময় খেলেছিলেন ২৪ বছর বয়সী ফার্নান্দেজ। দলের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে, ফার্নান্দেজের ‘ডান হাঁটুর সিনোভাইটিস’ রয়েছে।
চেলসি মিডফিল্ডার এনজোর অনুপস্থিতিতে মাঝমাঠে ঘাটতি দেখা দিতে পারে আর্জেন্টিনার। বিশেষ করে রদ্রিগো দে পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং জিওভানি লো সেলসোদের ওপর বাড়তি দায়িত্ব পড়বে।
এর আগে কোল পালমার, ডারিও এসুগো এবং অ্যান্দ্রে সান্তোসও চোটে দলের বাইরে রয়েছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন এনজো।
বিজ্ঞাপন