হামজাকে অধিনায়ক হিসেবে দেখতে চান আমিনুল

বাংলাদেশের ফুটবল তারকা হামজা চৌধুরীকে জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে দেখতে চাইছেন অধিনায়ক আমিনুল হক।
বিজ্ঞাপন
জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "হামজা জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার গুণাবলি রাখে। লেস্টার সিটি ক্লাবে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে তার।"
আমিনুল আরও বলেন, "বর্তমানে দলের অধিনায়কত্ব নিয়ে যে দ্বিধা ও অস্পষ্টতা রয়েছে, তা বন্ধ করা প্রয়োজন। হামজা অধিনায়ক হলে দল আরও উৎসাহিত হবে এবং বাংলাদেশের ফুটবলে ইতিবাচক প্রভাব পড়বে।"
বিজ্ঞাপন
হামজা লাল-সবুজের জার্সিতে তিনটি ম্যাচে অংশ নিয়েছেন এবং দুটি গোল করেছেন। তবে জয়ের আনন্দ এখনও পায়নি। সর্বশেষ হংকং ম্যাচে শেষ মুহূর্তে গোল খাওয়ায় হতাশ হন এই তারকা ফুটবলার।