মাঠে প্রেম নিবেদন, গিলকে ঘিরে ভক্তদের উল্লাস

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির ইনিংস খেলতে থাকা ভারতীয় ব্যাটসম্যান শুবমান গিলকে প্রেম নিবেদন করলেন এক নারী ভক্ত।
বিজ্ঞাপন
প্রথম ইনিংস চলাকালীন গ্যালারিতে থাকা তরুণী হাতে প্ল্যাকার্ড নিয়ে বলে ওঠেন, “আমি তোমাকে ভালোবাসি, শুভমান।”
এই দৃশ্যটি তৎক্ষণাৎ টিভি ক্যামেরায় ধরা পড়ে এবং রিপ্লের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভক্তরা মজার মন্তব্যে লিখেছেন, ‘লাকি গিল!’ বা ‘এখন প্রতিপক্ষ দলের ফ্যানরাও হয়তো প্ল্যাকার্ড ধরবে।’
বিজ্ঞাপন
গিল যদিও মাঠে কোনো প্রতিক্রিয়া দেখাননি এবং নিজের ইনিংসে মনোযোগ রাখলেন। তবে অনেকের ধারণা, এই ছোট্ট প্রস্তাব তার আত্মবিশ্বাস বাড়িয়েছে।
মাত্র ২৬ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় মুখ শুবমান গিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিন বছর ধরে সিঙ্গেল এবং বর্তমানে পুরো মনোযোগ ক্রিকেটেই।