Logo

এশিয়ান কাপে জায়গা পেতে কঠিন সমীকরণের সামনে হামজারা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১১ অক্টোবর, ২০২৫, ১৯:৪৬
11Shares
এশিয়ান কাপে জায়গা পেতে কঠিন সমীকরণের সামনে হামজারা
ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইপর্বে তীরে এসে তরী ডুবিয়েছে বাংলাদেশ ফুটবল দল। শেষ মুহূর্তের এক গোলেই হাতছাড়া হয়েছে মূল্যবান জয়, আর সেই সঙ্গে মূল পর্বে ওঠার আশা এখন জটিল সমীকরণের মধ্যে আটকে গেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশের গ্রুপে রয়েছে হংকং, ভারত ও সিঙ্গাপুর। বর্তমান পয়েন্ট তালিকায় হংকং শীর্ষে, এরপর সিঙ্গাপুর ও ভারত। তলানিতে অবস্থান করছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীদের লাল-সবুজ দল।

এমন অবস্থায় এশিয়ান কাপে ওঠার একমাত্র সমীকরণ—বাংলাদেশকে বাকি তিন ম্যাচে টানা জয় পেতে হবে। সেই সঙ্গে প্রতিদ্বন্দ্বীদের কয়েকটি অপ্রত্যাশিত ফলাফলের অপেক্ষায় থাকতে হবে।

বিজ্ঞাপন

বিশ্লেষণে দেখা যাচ্ছে, যদি সিঙ্গাপুর বাংলাদেশের বিপক্ষে হারে এবং অন্য কোনো ম্যাচে ড্র করে বা হার মানে, তাহলে বাংলাদেশের জন্য সম্ভাবনার দরজা খুলে যেতে পারে। 

একই সঙ্গে হংকংকে বাকি ম্যাচগুলোতে জয় পাওয়া যাবে না, তাহলেই তাদের পেছনে ফেলার সুযোগ আসতে পারে বাংলাদেশের জন্য। এ ছাড়াও ভারতকেও অন্তত একটি ম্যাচে পয়েন্ট হারাতে হবে। সব মিলিয়ে সমীকরণটা দাঁড়াচ্ছে অঙ্কের মতো কঠিন, কিন্তু অসম্ভব নয়।

বিজ্ঞাপন

বাংলাদেশের পরবর্তী ম্যাচ সূচি:

তারিখ প্রতিপক্ষ ভেন্যু

১৪ অক্টোবর বাংলাদেশ বনাম হংকং অ্যাওয়ে ম্যাচ

বিজ্ঞাপন

১৮ নভেম্বর বাংলাদেশ বনাম ভারত হোম ম্যাচ

৩১ মার্চ ২০২৬ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর অ্যাওয়ে ম্যাচ

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD