Logo

বিপিএলে আসছে নতুন চমক, দেখা যেতে পারে নোয়াখালী দল

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১১ অক্টোবর, ২০২৫, ১৯:৩৩
8Shares
বিপিএলে আসছে নতুন চমক, দেখা যেতে পারে নোয়াখালী দল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যুক্ত হতে যাচ্ছে নতুন একটি নাম নোয়াখালী। আগামী মৌসুম থেকে অন্তত পাঁচটি নতুন ফ্র্যাঞ্চাইজির মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা অর্জনে আগ্রহী করপোরেট সংস্থা, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের কাছ থেকে Expressions of Interest (EOI) আহ্বান করা হয়েছে। মালিকানা দেওয়া হবে টানা পাঁচ মৌসুমের জন্য। অর্থাৎ বিপিএলের ১২তম আসর (২০২৬) থেকে ১৬তম আসর পর্যন্ত।

বিজ্ঞাপন

বোর্ড জানায়, মোট দশটি অঞ্চলের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। সেগুলো হলো- বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট। এই দশটির মধ্যে অন্তত পাঁচটি অঞ্চলের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি অনুমোদন দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, নির্বাচনের ক্ষেত্রে আবেদনকারীদের আর্থিক সামর্থ্য, করপোরেট সুনাম এবং লিগের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যকে প্রাধান্য দেওয়া হবে।

নোয়াখালীর নাম তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। যদি পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোয়, তবে বিপিএলের পরবর্তী মৌসুমে প্রথমবারের মতো দেখা যেতে পারে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি দলকে।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, নোয়াখালীকে অন্তর্ভুক্ত করা হলে দেশের ক্রিকেটের ভৌগোলিক পরিসর আরও বিস্তৃত হবে এবং স্থানীয় প্রতিভাবান ক্রিকেটারদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD