সিরিজ বাঁচাতে নামছে বাংলাদেশ, টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

বিজ্ঞাপন
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের সামনে। প্রথম ম্যাচে হতাশাজনক পরাজয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য মিরাজ বাহিনীর।
শনিবার (১১ অক্টোবর) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। সিরিজে টিকে থাকতে হলে আজ জিততেই হবে বাংলাদেশকে।
এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিনের বদলের একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। আর হাসান মাহমুদকে বসিয়ে বাড়তি স্পিনার হিসেবে রিশাদকে দলে ফেরানো হয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের একাদশ: রহমানুউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সাদিকুল্লাহ আতেল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতি, আল্লাহ গাজনফার ও বশির আহমেদ।