হামজাকে অধিনায়ক ও দলে মনোবিদ নিয়োগের পরামর্শ সাবেক ফুটবলারের

বাংলাদেশ ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। দলের নেতৃত্ব ও মানসিক প্রস্তুতি নিয়েও উঠেছে প্রশ্ন। এই পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে অধিনায়কত্ব—বিশেষ করে ইংল্যান্ডে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে।
বিজ্ঞাপন
সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল হক মনে করেন, এখনই সময় হামজার হাতে নেতৃত্ব তুলে দেওয়ার। তার ভাষায়, “হামজার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। তিনি ইংল্যান্ডে লেস্টার সিটির মতো ক্লাবে অধিনায়কত্ব করেছেন। এমন একজনকে নেতৃত্বে আনলে বাংলাদেশ দল আরও আত্মবিশ্বাসী হবে।”
বর্তমানে জাতীয় দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া বেশিরভাগ ম্যাচেই মাঠে নামতে পারেন না। ফলে কখনো তপু বর্মন, আবার কখনো সোহেল রানার হাতে অধিনায়কত্ব দেওয়া হয়। ম্যাচের মাঝপথে বদলি হলে আর্মব্যান্ডও বদলে যায়। এই ঘন ঘন পরিবর্তনই দলের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে বলে মনে করেন আমিনুল।
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রতি ম্যাচে নতুন অধিনায়ক আসায় খেলোয়াড়দের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। হামজাকে দায়িত্ব দিলে সেই সংশয় দূর হবে।
এদিকে, সাম্প্রতিক সময়ে শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ হারায় হতাশ ফুটবলপ্রেমীরা। এই মানসিক দুর্বলতার কারণ খুঁজে পেতে এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে দলে মনোবিদ নিয়োগের পরামর্শও দিয়েছেন আমিনুল হক।
বিজ্ঞাপন
তিন বছরেরও বেশি সময় ধরে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বাংলাদেশের দায়িত্বে রয়েছেন। হামজা ও সামিতের মতো ইউরোপে খেলা ফুটবলার যোগ দেওয়ার পরও সাম্প্রতিক সিঙ্গাপুর ও হংকং ম্যাচে জয় না পাওয়ায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। অনেকেই ক্যাবরেরার পদত্যাগ দাবি করলেও আমিনুলের মতে, শুধুমাত্র কোচকেই দোষ দেওয়া ঠিক নয়।
জাতীয় প্রেসক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সাবেক অধিনায়ক আমিনুল হক।