মেসি ছাড়াই নতুন একাদশে প্রস্তুত আর্জেন্টিনা জানালেন স্কালোনি

বিশ্বকাপ বাছাইপর্ব সফলভাবে শেষ করে নতুন মিশনে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামীকাল (শনিবার) থেকে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তারা খেলবে প্রীতি ম্যাচ, যেখানে প্রতিপক্ষ আরেক লাতিন দেশ ভেনেজুয়েলা। তবে দলের স্কোয়াডে লিওনেল মেসি থাকলেও, অনুশীলনে তাকে দেখা যায়নি। ফলে তিনি প্রথম একাদশে নাও থাকতে পারেন, এমনকি পুরো ম্যাচেও বিশ্রামে থাকতে পারেন।
বিজ্ঞাপন
শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা। প্রীতি ম্যাচ হওয়ায় বিশ্বকাপের আগে স্কোয়াডে থাকা খেলোয়াড়দের যাচাই করে দেখবেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। তার ২০২২ সালের চ্যাম্পিয়ন দল থেকে কেউ কেউ অবসরে গেছেন, আবার অনেকে অনিয়মিত। তাই পরের বিশ্বকাপকে সামনে রেখে ভারসাম্য ও ছন্দ খুঁজে পেতে খেলোয়াড়দের মধ্যে রদবদল চালাচ্ছেন তিনি। ওয়ার্কলোড কমানো ও ব্যাকআপ গড়ার পরিকল্পনার অংশ হিসেবেই মেসিকে নিয়মিত না খেলানোর ইঙ্গিত দিয়েছেন স্কালোনি।
ভেনেজুয়েলা ম্যাচকে ঘিরে মায়ামিতে অনুশীলন করেছে আলবিসেলেস্তেরা। সেখানে মেসিকে সাইডলাইনে বসে থাকতে দেখা গেছে। ফলে প্রথম একাদশে তার না থাকার বিষয়টি প্রায় নিশ্চিত। অন্যদিকে, অ্যাস্টন ভিলার হয়ে প্রিমিয়ার লিগে চোটে ভোগা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে ভেনেজুয়েলার বিপক্ষে একাদশে দেখা যেতে পারে বলে জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
বিজ্ঞাপন
এর আগে চলতি মাসের শুরুতে ঘোষিত ২৮ সদস্যের দলে স্কালোনি রেখেছিলেন কয়েকটি চমক। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার আনিবাল মোরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্দো। নিষেধাজ্ঞা শেষে ফিরেছেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ, আর দীর্ঘদিন পর দলে ফিরেছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি, যিনি সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০২২ সালের জুনে।
মেসিকে খেলানো নিয়ে স্কালোনি বলেন, “আমরা তার (মেসি) সঙ্গে কথা বলেছি, তবে এখনো সিদ্ধান্ত নিইনি। আমরা আসন্ন ম্যাচে অন্যদেরও সুযোগ দিতে চাই। বিকল্প খেলোয়াড়দের নামানোর চেষ্টা করব, তাদের সেই উদ্দেশ্যেই দলে নেওয়া হয়েছে।”
তরুণদের সুযোগ দেওয়ার প্রসঙ্গে স্কালোনি আরও বলেন, “আমরা আনিবালকে (মোরেনো) অনূর্ধ্ব–২০ দলে দেখেছি, যেখানে সে প্রশংসা কুড়িয়েছে। জোসেফ (ম্যানুয়েল লোপেজ) ফরোয়ার্ড হিসেবে ভালো করছে। রিভেরোও দুটি প্রীতি ম্যাচের মধ্যে একটিতে খেলার মতো অবস্থায় আছে।”
বিজ্ঞাপন
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, মার্কোস সেনেসি, নিকোলাস গঞ্জালেস; আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়েন্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ/জিওভান্নি লো সেলসো; নিকোলাস পাজ, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।