বাংলাদেশের একাদশে চমক, সামিত-জামাল বাইরে, নেতৃত্বে সোহেল

এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে বাংলাদেশ দলে এসেছে একাধিক পরিবর্তন। কানাডা জাতীয় দলে খেলা সামিত সোমকে একাদশে রাখেননি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। এছাড়া অধিনায়ক জামাল ভূঁইয়াকেও শুরু থেকেই দেখা যাবে না মাঠে।
বিজ্ঞাপন
সামিত মঙ্গলবার রাতে দলে যোগ দিয়ে বুধবার মাত্র একটি অনুশীলন সেশনে অংশ নেন। ফলে তাকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নেন কোচ। তপু বর্মণ ইনজুরির কারণে খেলতে পারছেন না, তার স্থানে রক্ষণভাগে থাকছেন শাকিল আহাদ তপু ও তারিক কাজী। দুই পাশে দায়িত্বে থাকছেন তাজ উদ্দিন ও সাদ উদ্দিন।
আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ প্রাথমিক দলে সুযোগ পেলেও প্রথম একাদশে জায়গা পাননি। মিডফিল্ডে থাকছেন হামজা দেওয়ান চৌধুরি ও সোহেল রানা, যিনি দলকে নেতৃত্ব দেবেন অধিনায়কের আর্মব্যান্ড পরে। উইংয়ে থাকছেন ফয়সাল আহমেদ ফাহিম ও আরেক সোহেল রানা।
ফরোয়ার্ডে আক্রমণভাগে থাকছেন রাকিব হোসেন ও শেখ মোরসালিন। কোচ ক্যাবরেরা ফিরেছেন ৪-৪-২ ফরমেশনে।
বিজ্ঞাপন
১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচের একাদশে থাকা পাঁচজনকে বাদ দিয়েছেন কোচ। নতুন এই একাদশে রক্ষণে কিছুটা ঝুঁকি থাকলেও কোচের ভরসা তরুণদের ওপরই।
বাংলাদেশের একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তারিক কাজী, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, হামজা চৌধুরি, মো. সোহেল রানা (অধিনায়ক), সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম, শেখ মোরসালিন ও রাকিব হোসেন।