বিপিএলে থাকছেন কি না জানালেন ফরচুন বরিশালের মালিক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। ক্রিকেট
বিজ্ঞাপন
প্রথম সভা শেষে পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছিলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জানুয়ারির মধ্যে পরবর্তী বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বিসিবি এবার টুর্নামেন্টের দায়িত্ব দিয়েছে বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে। তবে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।
বিজ্ঞাপন
এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য ‘এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট’ আহ্বান করেছে বিসিবি। দেশের ১০টি অঞ্চলের নামে দল গঠনের সুযোগ রেখে জানানো হয়েছে, সব দিক বিবেচনা করে সর্বাধিক পাঁচটি প্রতিষ্ঠানকে ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হতে পারে।
এই প্রক্রিয়ার মাঝেই গুঞ্জন ওঠে— সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল নাকি এবারের বিপিএলে থাকছে না। তবে দলটির মালিক মিজানুর রহমান সেই ধারণা উড়িয়ে দিয়েছেন।
তিনি বলেন, “দেখুন, বিপিএলে অংশ নেব না—এমন কিছু আমরা কোথাও বলিনি। কিছু লজিস্টিক্যাল বিষয়ে আমরা সময় চেয়েছি, কারণ কিছু সরঞ্জাম আনতে সময় লাগবে। তাই অনুরোধ করেছি টুর্নামেন্টের সময়টা সামান্য পেছানো যায় কি না। বুলবুল ভাই দেশে ফিরলেই বিস্তারিত আলোচনা করব।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: হামজাকে অধিনায়ক হিসেবে দেখতে চান আমিনুল
বিপিএল কমিটির সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুও জানিয়েছেন, আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সব দিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া ফিক্সিংয়ের সন্দেহে থাকা কোনো ক্রিকেটারকে এবারের ড্রাফটে রাখা হবে না বলেও তিনি জানান।
সব মিলিয়ে মাসের শেষ সপ্তাহেই এবারের বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ও কাঠামো নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।