Logo

বাংলাদেশ–হংকং ম্যাচ আজ: টিভিতে নয়, অনলাইনে দেখার সুযোগ

profile picture
ক্রীড়া ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৫, ১৫:১৯
7Shares
বাংলাদেশ–হংকং ম্যাচ আজ: টিভিতে নয়, অনলাইনে দেখার সুযোগ
ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-হংকং ফিরতি লেগের ম্যাচ আজ (মঙ্গলবার) মাঠে গড়াচ্ছে। হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

বিজ্ঞাপন

ফিরতি লেগের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৪ অক্টোবর) হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

ঢাকায় প্রথম লেগে ৪–৩ গোলে হারের পর আজ জিততেই হবে হাভিয়ের কাবরেরার শিষ্যদের। না হলে এশিয়ান কাপের মূলপর্বে খেলার আশা কার্যত শেষ হয়ে যাবে।

বিজ্ঞাপন

প্রথম লেগে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে রোমাঞ্চ ছড়ালেও জয় ধরা দেয়নি। এবার প্রতিপক্ষের মাঠে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে খেলতে নামছে জামাল ভূঁইয়ারা।

কাই তাক স্টেডিয়ামের ৫০ হাজার আসনের টিকিট মাত্র দেড় ঘণ্টায় বিক্রি শেষ হয়েছে বলে জানা গেছে। অধিকাংশ টিকিটই হংকংয়ের স্থানীয় সমর্থকদের হাতে গেছে। বাংলাদেশ থেকে দর্শক উপস্থিতি খুবই সীমিত হলেও হংকং প্রবাসী বাংলাদেশিরা স্টেডিয়ামে সমর্থনের জোয়ার তুলবেন বলে আশা করা হচ্ছে।

তবে যারা দেশে বসে খেলা উপভোগ করতে চান, তাদের ভরসা এবার ডিজিটাল মাধ্যম। কারণ, এই ম্যাচ টেলিভিশনে দেখা যাবে না। সরাসরি সম্প্রচার করবে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’।

বিজ্ঞাপন

টি স্পোর্টস ঘরের মাঠের ম্যাচটি দেখালেও এবার তাদের সম্প্রচার সূচিতে নেই বাংলাদেশ–হংকং ম্যাচ। বর্তমানে তারা সম্প্রচার করছে লাহোর টেস্ট, মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এবং আফগানিস্তান–বাংলাদেশ সিরিজ।

‘সি’ গ্রুপে তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচে জয় না এলে বিদায়ের ঘণ্টা বেজে যাবে কাবরেরা বাহিনীর জন্য। মাঠে কিংবা অনলাইনে—সব নজর আজ লাল-সবুজের ছেলেদের লড়াইয়ে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD