Logo

ভারতের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়ার বড় ধাক্কা

profile picture
ক্রীড়া ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৫, ১৬:১১
3Shares
ভারতের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়ার বড় ধাক্কা
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের সাহায্য পাচ্ছে না। চোটের কারণে ১৯ অক্টোবরের ম্যাচে মাঠে নামতে পারবেন না জশ ইংলিশ। এছাড়া ব্যক্তিগত কারণে দল থেকে সরানো হয়েছে অ্যাডাম জাম্পাকে।

বিজ্ঞাপন

ইংলিশ ও জাম্পার বাইরে যাওয়ায় অস্ট্রেলিয়ার একাদশে অনুপস্থিত হয়ে গেছেন আরও তিন ক্রিকেটার। চোটের কারণে সিরিজ শুরু হওয়ার আগে ছিটকে গেছেন প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল এবং ক্যামেরন গ্রিন।

জশ ইংলিশ যদিও দলে রয়েছেন, প্রথম ওয়ানডেতে তিনি খেলতে পারবেন না এবং দ্বিতীয় ম্যাচে খেলার সম্ভাবনা খুবই কম। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় পায়ের পেশিতে চোট পেয়েছিলেন তিনি। ইংলিশ না থাকায় বিকল্প উইকেটকিপার প্রয়োজন পড়েছে।

বিজ্ঞাপন

অ্যালেক্স ক্যারি হতে পারতেন বিকল্প, কিন্তু তিনি বর্তমানে শেফিল্ড শিল্ডে ব্যস্ত। অস্ট্রেলিয়া ঘরোয়া এই টুর্নামেন্টকে আসন্ন অ্যাশেজের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ মনে করছে।

ফলে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া দলে নেওয়া হয়েছে জশ ফিলিপকে। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত ফিলিপকে নিউজিল্যান্ড সিরিজের দলেও নেওয়া হয়েছিল, যদিও তিনি কোনো ম্যাচ খেলেননি। দেশে তিনটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে তার, শেষবার জাতীয় দলে খেলেছিলেন ২০২১ সালে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD