Logo

বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৬ অক্টোবর, ২০২৫, ১৬:২৭
14Shares
বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ে শুরু করেছিল বাংলাদেশ নারী দল। সেই জয়ের পর থেকেই নিগার সুলতানা জ্যোতির দলকে নিয়ে জেগেছিল আশা। এরপর ইংল্যান্ডের বিপক্ষেও রোমাঞ্চকর এক ম্যাচে জয় প্রায় ছুঁয়ে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু ১০৩ রানে ৬ উইকেট তুলে নিয়েও শেষ পর্যন্ত ৪ উইকেটের হতাশাজনক হার নিয়ে মাঠ ছাড়ে টাইগ্রেসরা।

বিজ্ঞাপন

এ পর্যন্ত চার ম্যাচে তিনটিতে হারলেও সেমিফাইনালে খেলার সুযোগ এখনো বেঁচে আছে বাংলাদেশের সামনে।

ইংল্যান্ডের কাছে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ছিল পুরোপুরি ছন্দহীন। ২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২৭ রানেই অলআউট হয় তারা। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও জয় হাতছাড়া হয় শেষ ওভারে। প্রোটিয়াদের ৭৮ রানে ৫ উইকেট তুলে নেওয়ার পরও ক্যাচ মিস ও ফিল্ডিং ভুলে ম্যাচ হারতে হয় জ্যোতি-স্বর্ণাদের।

বিজ্ঞাপন

চার ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে বাংলাদেশ। ৭ পয়েন্ট করে নিয়ে শীর্ষে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, তাদের একটি করে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকা ৬ পয়েন্ট নিয়ে তিনে, ভারত ৪ পয়েন্টে চারে এবং নিউজিল্যান্ড ৩ পয়েন্টে পাঁচ নম্বরে। বাংলাদেশের পর আছে শ্রীলঙ্কা (২ পয়েন্ট, পরিত্যক্ত দুই ম্যাচ) ও পাকিস্তান (১ পয়েন্ট)।

আজ (বৃহস্পতিবার) নিজেদের পঞ্চম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগ্রেসদের সামনে। হ্যাটট্রিক হারে পড়লে বিশ্বকাপে টিকে থাকার সমীকরণ প্রায় অসম্ভব হয়ে পড়বে।

সেমিফাইনালে যেতে হলে অবশিষ্ট তিন ম্যাচেই জয় পেতে হবে বাংলাদেশকে। পরের দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা (২০ অক্টোবর) ও ভারত (২৬ অক্টোবর)। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।

বিজ্ঞাপন

তিন ম্যাচ জিতলে বাংলাদেশের সেমির আশা টিকে থাকবে। তবে দুই ম্যাচে জয় ও একটিতে হারলে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ফলাফলের দিকে। এ অবস্থায় টাইগ্রেসদের চাইবে এই দুই দল যেন তাদের বাকি সব ম্যাচ জেতে। অন্যদিকে, বাকি তিন ম্যাচের দুটিতে হারলেই কার্যত বিদায় নিশ্চিত হবে বাংলাদেশের।

এখনও পর্যন্ত কোনো দলই আনুষ্ঠানিকভাবে বিদায় নেয়নি। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা পাকিস্তানও কাগজে-কলমে টিকে আছে। তবে বাস্তবতায় সেমিফাইনালের দৌড়ে সবচেয়ে এগিয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারত।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD