Logo

ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে যা বললেন ফিল সিমন্স

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৫, ১৫:৩৯
19Shares
ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে যা বললেন ফিল সিমন্স
ছবি: সংগৃহীত

আবুধাবিতে ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে ধবলধোলাই হয়ে দেশে ফিরে দর্শকদের তোপের মুখে পড়েন বেশ কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে ছিলেন ওপেনার নাঈম শেখও। পরে এই বাঁ-হাতি ব্যাটার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। টাইগার হেড কোচ ফিল সিমন্স মনে করেন এসবের উত্তর না দেওয়াই ভালো।

বিজ্ঞাপন

আগামীকাল শনিবার (১৮ অক্টোবর) থেকে মিরপুর শের-ই-বাংলায় শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে শুক্রবার (১৭ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসেন প্রধান কোচ ফিল সিমন্স।

সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘প্রথমত বলতে চাই, সামাজিক মাধ্যমে কী হচ্ছে, এসব নিয়ে ক্রিকেটারদের কিছু করার আছে বলে আমি একদম মনে করি না। একজন ব্যক্তি হিসেবে সবারই অধিকার আছে সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছা বলার। আন্তর্জাতিক ক্রিকেটার ও জাতীয় ক্রিকেটার হিসেবে আমার ক্রিকেটারদের অবশ্যই উচিত নয় এসবের জবাব দেওয়া।’

বিজ্ঞাপন

এ ছাড়া বাইরের গ্যালারি থেকেও প্রায়ই জাকের আলি অনিকের উদ্দেশ্যে বর্ণবাদী মন্তব্য ছোড়া হয়। বিশেষ করে গত কয়েক ম্যাচে ভালো করতে না পারায়, এটি বেড়েছে কিছুটা। সিমন্স বলেন, ‘একটি কথা বলতে চাই, ক্রিকেটারদের প্রতি কোনো ধরনের বর্ণবিদ্বেষী সুর কোনোভাবেই থাকা ভালো কিছু নয়। আপনি যেখান থেকেই আসেন না কেন, আই ডোন্ট কেয়ার। কিন্তু বর্ণবাদের যে অংশটুকু আছে... জাকের আলির প্রতি যা হয়েছে, সেসবে আমি ক্ষুব্ধ। ভালো কিছু নয় এসব। তবে আপনাকে বলতে পারি, আমি চাই না আমার ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে কোনো ধরনের জবাব দেবে...।’

প্রসঙ্গত, দর্শকদের কাছ থেকে পাওয়া তিক্ত অভিজ্ঞতা নিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নাঈম শেখ লিখেছিলেন, ‘আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না। আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে। হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। জয় আসে, পরাজয়ও আসে, এটাই খেলাধুলার বাস্তবতা। জানি, আমরা যখন হেরে যাই, তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয়। কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন।’

বিজ্ঞাপন

‘কিন্তু যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়িতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনও দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখি না। প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য, মানুষের জন্য, আপনাদের মুখে হাসি ফোটাতে।’ সমালোচনা যৌক্তিকভাবে করা হোক বলেও সমর্থকদের প্রতি আহবান করেছেন নাঈম, ‘ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক, লাল-সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়। আমরা লড়ব, আবার উঠব, দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য।’

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD