মিরপুরের গ্যালারি ফাঁকা, দর্শকরা নেই মাঠে

মাত্র তিন দিনের ব্যবধানে নতুন সিরিজে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান এই সাদা বলের সিরিজের প্রথম ম্যাচে গ্যালারিতে দর্শক সংখ্যা আশানুরূপ হয়নি। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর দেশের ভক্তরা হয়তো কিছুটা হালকা আগ্রহ হারিয়েছেন—তাই শঙ্কা করা হয়েছিল ঘরের মাঠেও দর্শক কম আসতে পারে।
বিজ্ঞাপন
দুপুর দেড়টায় ম্যাচ শুরু হলেও মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের গ্যালারি প্রায় ফাঁকা ছিল। খেলা চলার সময় কেবল খাঁ খাঁ শব্দই শোনা যাচ্ছিল। এর আগে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে টি-টোয়েন্টি সিরিজে দর্শকরা উচ্ছ্বসিত ছিলেন, কিন্তু এখন সেই চিত্র দেখা যাচ্ছেনা।
এশিয়া কাপের ব্যর্থতার পর আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার কারণে সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দেশে ফেরার পর বিমানবন্দরেও নাঈম, হৃদয় ও তাসকিনের সঙ্গে ভক্তদের সমালোচনামূলক আচরণের খবর ছিল।
দর্শকরা ফেরাতে এখন একমাত্র উপায় হলো ক্রিকেটারদের ভালো পারফরম্যান্স। আজকের ম্যাচের শুরু বাংলাদেশের জন্য সহজ ছিল না। মাত্র ৮ রানের মধ্যে দুই ওপেনার—সাইফ হাসান ও সৌম্য সরকার—সাজঘরে ফিরে যান। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাইফ, মাত্র ৬ রান করে। এরপর সৌম্যও ৬ বলে ৪ রান করে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন।
বিজ্ঞাপন
মাঠে আগের মতো কোলাহল ফিরবে কিনা তা এখন ক্রিকেটারদের পারফরম্যান্সের উপর নির্ভর করছে।