ঘরের মাঠের সুবিধা নিতেই হবে, বললেন আশরাফুল

নিজেদের মাঠের সুবিধা কাজে লাগানো ক্রিকেট বিশ্বের এক সাধারণ রীতি। বাংলাদেশের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে স্পিনবান্ধব উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের মতে, দলের বর্তমান পরিস্থিতিতে এমন উইকেটে খেলা একেবারেই যৌক্তিক।
বিজ্ঞাপন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে র্যাঙ্কিংয়ের সেরা নয় দলের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। বর্তমানে মেহেদী হাসান মিরাজের দল রয়েছে দশ নম্বরে। তবে হাতে রয়েছে ২০টিরও বেশি ম্যাচ। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে ৩–০ ব্যবধানে জিততে পারলে এক ধাপ এগিয়ে যাবে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ তোলে ২০৭ রান, এরপর রিশাদ হোসেনের ঘূর্ণিতে ১৩৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচ শেষে আশরাফুল বলেন, “আমরা যে অবস্থায় আছি, ঘরের মাঠের সুবিধা নিতেই হবে। এখন আমরা ১০ নম্বরে। বিশ্বকাপে যেতে হলে ৯ নম্বরে উঠতে হবে। তাই এই তিন ম্যাচ আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।”
বিজ্ঞাপন
উইকেট নিয়ে অযথা নেতিবাচক মন্তব্য বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “মিরপুরে আমরা প্রায় সব দলের বিপক্ষেই ফেভারিট থাকি, কারণ এই উইকেট আমাদের চেনা। এখন ফ্ল্যাট উইকেট না হলেও সমস্যা নেই। বিশ্বকাপে যেতে হলে বাকি দুই ম্যাচও জিততে হবে—তাই এখন নেতিবাচক কিছু না ভেবে বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো।”
বাংলাদেশ দলের আত্মবিশ্বাস ফেরাতেও এমন উইকেটকে প্রয়োজনীয় বলে মনে করেন আশরাফুল, “আমাদের দলের মানসিক অবস্থার কথা ভাবলে, আত্মবিশ্বাস ফিরে পেতে এমন পিচ দরকার ছিল। ওয়েস্ট ইন্ডিজের কিছু ব্যাটার ভারতে সেঞ্চুরি করেছে, কিন্তু এখানে সেই সুযোগ পায়নি। ফ্ল্যাট উইকেট হলে ভিন্ন চিত্র দেখা যেত।”
বিজ্ঞাপন
শেষে তিনি যোগ করেন, “জয় একটা অভ্যাস। নিয়মিত জিতলে বড় আসরের আগে আত্মবিশ্বাস বাড়ে। বিশ্বকাপের কন্ডিশনে যদি ঠিকঠাক প্রস্তুতি নিতে পারি, তখন ভালো ফল সম্ভব। এখন দোষারোপের সময় নয়।”