মিরপুরেই ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে চান সাকিব আল হাসান

২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতে সফরে সর্বশেষ মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এরপর আর বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে পারেননি তিনি। দেশে শেষ টেস্ট খেলার প্রবল ইচ্ছা থাকলেও দলে সুযোগ মেলেনি। এতে আক্ষেপের শেষ নেই এই অলরাউন্ডারের। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটা তিনি খেলতে চান মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বিজ্ঞাপন
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ–কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সাকিব জানান, এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেননি তিনি। তার ভাষায়, ‘সত্যি বলতে, আমি আনুষ্ঠানিকভাবে কোনো ফরম্যাট থেকেই অবসর নেইনি।’
দেশে ফেরা ও নিজের দেশের মাটিতে বিদায়ী ম্যাচ খেলার প্রসঙ্গে সাকিব বলেন, ‘হ্যাঁ, ১০০% (দেশে ফিরে শেষ ম্যাচ খেলতে চাই)। আমি মনে করি এটা আমার চেয়ে আমার ভক্তদের জন্যই বেশি প্রয়োজন। যদি এটা ঘটে, তবে এটা আমার ভক্তদের জন্য এবং আমার জন্য ঘটা সেরা ব্যাপার হবে।’
বিজ্ঞাপন
তবে তার সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। সম্প্রতি শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন সাকিব। এর পরপরই তীব্র প্রতিক্রিয়া আসে। এ নিয়ে বাংলাদেশের বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সাকিব আল হাসানের পাল্টাপাল্টি স্ট্যাটাস বিনিময় হয়েছে।
এরপরই সাকিবকে আর কখনো জাতীয় দলের জার্সিতে খেলতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দেওয়া হবে যেন সাকিব আল হাসানকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামতে না দেওয়া হয়।
বিজ্ঞাপন