Logo

প্রথম টি-টোয়েন্টিতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৭ অক্টোবর, ২০২৫, ১৪:২৪
19Shares
প্রথম টি-টোয়েন্টিতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
ছবি: সংগৃহীত

ওয়ানডে সিরিজ জয়ের পর এবার সংক্ষিপ্ততম ফরম্যাটে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বিজ্ঞাপন

চট্টগ্রামের উইকেটের চরিত্র মিরপুরের চেয়ে ভিন্ন। ঘাসে ঢাকা এই পিচে স্পোর্টিং কন্ডিশন আশা করা হচ্ছে। মাঠকর্মীদের ধারণা, এখানে ১৭০ থেকে ২০০ রানের লড়াই দেখা যেতে পারে। তবে রাতের শিশির স্পিনারদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

স্পোর্টিং উইকেট বিবেচনায় টাইগারদের একাদশে থাকতে পারে ২ পেসার ও ৩ স্পিনার। পেস বিভাগে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের খেলার সম্ভাবনা বেশি। স্পিনে দেখা যেতে পারে শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদকে।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবীয়দের মাঠে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্সও টাইগারদের আত্মবিশ্বাসী করে তুলেছে ফরম্যাটটিতে শেষ চারটি সিরিজেই জয়ের মুখ দেখেছে তারা। যদিও এশিয়া কাপে পাকিস্তান ও ভারতের বিপক্ষে সুযোগ থাকা সত্ত্বেও সাফল্য আসেনি, তবে টি-টোয়েন্টিতে দলটি বেশ ধারাবাহিক।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ দলটি গত বছরের অক্টোবর থেকে টানা সাতটি টি-টোয়েন্টি সিরিজে পরাজিত হয়েছে। সর্বশেষ তারা হেরেছে নেপালের বিপক্ষে। সব মিলিয়ে, হোম কন্ডিশনে আত্মবিশ্বাসী বাংলাদেশই আজকের ম্যাচে ফেবারিট হিসেবে মাঠে নামবে।

দুই দলের সম্ভাব্য একাদশ:

বিজ্ঞাপন

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ : ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডেন সিলস।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD