১৬ রানে হেরে সিরিজের সূচনা বাংলাদেশের

চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম লড়াইয়ে ব্যাটিংয়ে ধাক্কা খেয়ে ১৬ রানে হেরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৬৫ রানের জবাবে ১৪৯ রানে থামে টাইগাররা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ক্যারিবীয়রা।
বিজ্ঞাপন
টস জিতে আগে ব্যাট করতে নেমে সাবধানে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটি ৫৯ রান পর্যন্ত গড়ে তোলার পর রিশাদের বলে ৩৪ রানে আথানেজ আউট হন।
এরপর ৩৩ রান করা ব্র্যান্ডন কিং ও রাদারফোর্ডকে ফিরিয়ে ক্যারিবীয় দলের জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। ৮২ রানে তিন উইকেট হারালেও বাকি ইনিংসে আর কোনো ব্যাটসম্যানকে আউট করতে পারেনি বাংলাদেশ।
বিজ্ঞাপন
অধিনায়ক শেই হোপ ২৮ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। আরেক অপরাজিত ব্যাটার রোভম্যান পাওয়েল ২৮ বলে ৪৪ রান যোগ করেন। ইনিংসের শেষ ওভারে তানজিম হাসানের তিন বলে তিনটি ছক্কা মেরে ৪৫ বলে ৮৩ রানের জুটি গড়েন তারা।
জবাবে বাংলাদেশ শুরুতেই বিপর্যয়ে পড়ে। ৫৭ রানেই হারায় টপ অর্ডারের পাঁচ উইকেট। তাওহিদ হৃদয় ২৮ রান করে আউট হলে ছয়টি উইকেট হারানো অবস্থায় বাংলাদেশের রান দাঁড়ায় ৭৭। শেষ দিকে তানজিম সাকিব ৩৩ ও নাসুম ২০ রান যোগ করলেও পরাজয় এড়ানো যায়নি।
বিজ্ঞাপন
শেষ তিন বলে ১৭ রান প্রয়োজন ছিল। তাসকিন ডিম মিড উইকেটে ছক্কা মেরে দর্শকদের মধ্যে হঠাৎ জয় নিশ্চিত হওয়ার আশা জাগান। কিন্তু ছক্কা মেরে হিট আউট হওয়ায় পরাজয় নির্ধারিত হয়। এইভাবে ১৬ রানের ব্যবধানে প্রথম ম্যাচ হেরে সিরিজ শুরু করলো বাংলাদেশ।








