আইসিইউ থেকে বের করা হলো আইয়ারকে, এখন কেমন আছেন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচে এক অসাধারণ ক্যাচ ধরতে গিয়ে ভয়াবহ চোট পান ভারতের ব্যাটার শ্রেয়াস আইয়ার। ব্যাকওয়ার্ড পয়েন্টে পেছনের দিকে দৌড়ে গিয়ে অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরার সময় তার বাম পাঁজরে তীব্র আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাকে মাঠ থেকে বের করে সিডনির হাসপাতালে নেওয়া হয়। পরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়লে জরুরি ভিত্তিতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
বিজ্ঞাপন
দুই দিন আইসিইউতে থাকার পর এখন অনেকটাই স্থিতিশীল অবস্থায় আছেন আইয়ার। চিকিৎসকদের ঘনিষ্ঠ পর্যবেক্ষণে রাখা হলেও, তাকে এখন আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, সতীর্থের অবস্থা আগের চেয়ে অনেক ভালো।
সূর্য বলেন, “আমরা তার সঙ্গে কথা বলেছি। প্রথমে যোগাযোগ করা না গেলেও পরে দলের ফিজিও কমলেশ জেইনের কাছ থেকে জানতে পারি, আইয়ারের অবস্থা স্থিতিশীল। এখন সে মেসেজের উত্তর দিচ্ছে, কথাও বলছে—এটাই বড় স্বস্তির খবর।”
বিজ্ঞাপন
তবে আইয়ারকে এখনই পুরোপুরি ছাড় দেওয়া হচ্ছে না। সূর্য আরও বলেন, “চিকিৎসকরা এখনও তাকে পর্যবেক্ষণে রেখেছেন। তিনি ধীরে ধীরে সেরে উঠছেন, কিন্তু সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে।”
আইয়ারের চোট নিয়ে রসিকতা করতেও ভোলেননি সূর্য। মুচকি হেসে তিনি বলেন, “ডাক্তাররা বলছেন, তার ইনজুরি খুবই বিরল। কিন্তু শ্রেয়াস নিজেও তো বিরল প্রতিভা! দুর্লভ প্রতিভার সঙ্গেই হয়তো এমন অদ্ভুত ঘটনা ঘটে। ভালো দিক হলো—সৃষ্টিকর্তা তার সঙ্গে আছেন, সে সুস্থতার পথে এগোচ্ছে।”
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে ইনজুরিতে মাঠ ছাড়তে হয় আইয়ারকে। সেই ম্যাচে রোহিত শর্মার সেঞ্চুরি ও কোহলির ৭৪ রানের কল্যাণে জয় পেলেও, আগের দুই ম্যাচে হেরে সিরিজ হারায় ভারত। এখন দলের সামনে নতুন চ্যালেঞ্জ—আগামীকাল ক্যানবেরায় শুরু হতে যাচ্ছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।








