সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন তানজিম হাসান সাকিব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হোঁচট খেয়েছে বাংলাদেশ দল। তবে এই হারে দমে না গিয়ে পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জেতার লক্ষ্য নিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। সাম্প্রতিক টি-টোয়েন্টি পারফরম্যান্সই তাকে দিয়েছে সেই আত্মবিশ্বাস।
বিজ্ঞাপন
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, “আমরা শুরু থেকেই প্রস্তুত ছিলাম। টি-টোয়েন্টিতে ভালো করার ধারাটা বজায় রাখার চেষ্টা করছিলাম। আজকের দিনটা খারাপ গেছে, কিন্তু সামনে এখনো দুইটা ম্যাচ আছে—ইনশা-আল্লাহ আমরা ফিরব। আরেকটা হার মানে সিরিজ হার, তাই ঘরের মাঠে সর্বোচ্চ চেষ্টা থাকবে জয়ের।”
ব্যাটিং ব্যর্থতার কারণ হিসেবে তিনি মনে করেন দায়িত্বহীনতা ছিল মূল সমস্যা।
“শুরুতে আরও একটু দায়িত্ব নিয়ে ব্যাট করা যেত। তামিম ভালো সূচনা দিয়েছিল, কিন্তু মিডল অর্ডারে ধারাবাহিকতা ছিল না। ম্যাচটা যদি আরও একটু টেনে নেওয়া যেত, ফল অন্যরকম হতে পারত। ব্যাটারদেরই বুঝতে হবে কীভাবে নিজেদের আরও ভালোভাবে প্রকাশ করা যায়।”
বিজ্ঞাপন
পাওয়ার প্লেতে দ্রুত উইকেট হারানোয় আফসোস করলেন এই ডানহাতি পেসার,
“চট্টগ্রামের এই উইকেটে ১৬০ রান তাড়া করা অসম্ভব নয়। কিন্তু প্রথম ছয় ওভারে চারটি উইকেট পড়ে যাওয়ায় আমরা চাপে পড়ে যাই। দুইটা উইকেট গেলেও যদি পরে কেউ টিকে থাকত, ম্যাচটা সহজেই ঘুরে দেওয়া যেত।”
ব্যাটিংয়ের সময় গ্যালারিতে নিজের নামে স্লোগান শুনে আনন্দিত সাকিব, তবে মনোযোগ ছিল খেলার দিকেই—“হ্যাঁ, গ্যালারির আওয়াজ শুনেছি। তবে তখন মাথায় ছিল শুধু স্কোরবোর্ড আর পরের বলটা কীভাবে সামলাবো। আরও ঠাণ্ডা মাথায় খেললে হয়তো শেষ পর্যন্ত টেনে নেওয়া যেত।”
বিজ্ঞাপন
প্রথম ম্যাচ হারের পরও তাই আত্মবিশ্বাস হারাননি তানজিম হাসান সাকিব। তার বিশ্বাস, ঘরের মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে পারলে সিরিজ জেতা সম্ভব।








