সব বিভাগে বৃষ্টি, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি

আগামী কয়েক দিন দেশে বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে পারে।