Logo

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর, ২০২৫, ১২:৩৪
13Shares
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ছবি: সংগৃহীত

দীর্ঘ শুষ্ক আবহাওয়া ও প্রচণ্ড গরমের পর অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ অক্টোবর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানী ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে, এতে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দিনের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের কিছু সময় হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। একই সঙ্গে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বিজ্ঞাপন

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে প্রকাশিত সারাদেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দীর্ঘদিনের প্রচণ্ড গরমে ক্লান্ত নগরবাসীর জন্য এই বৃষ্টির সম্ভাবনা একপ্রকার স্বস্তির খবর।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদরা বলছেন, এই বৃষ্টির ফলে রাজধানীর তাপমাত্রা কিছুটা কমে গরমের দাপট থেকে মুক্তি মিলবে, তবে শীত আসতে এখনও সময় বাকি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD