ঘূর্ণিঝড় ‘মোন্থা নিয়ে ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি জারি

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ মোকাবেলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে, দুপুর ১২টায় ঘূর্ণিঝড় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,২৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১,২৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১,১০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
বিজ্ঞাপন
প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের চারপাশে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সাগর বিক্ষুব্ধ রয়েছে এবং উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও উঁচু ঢেউয়ের আশঙ্কা রয়েছে। ‘মোন্থা’ আজ সন্ধ্যা অথবা রাতের মধ্যে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে হবে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গভীর সাগরে বিচরণ এ সময়ে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদপ্তর মৎস্যজীবী ও নৌচারীদের সতর্ক করে জানিয়েছে, সতর্কতা অবলম্বন না করলে জীবন ও সম্পদের ঝুঁকি বেড়ে যেতে পারে। স্থানীয় প্রশাসনও ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে।








