দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
বিজ্ঞাপন
সংস্থার এক পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি নামতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-একটি স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।
শুক্রবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে অধিদপ্তর। তবে শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। ওই দিন দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা রয়েছে।
বিজ্ঞাপন
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে। শুক্রবার থেকে সামান্য বাড়লেও শনিবার থেকে দেশের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।
আরও পড়ুন: দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা
এদিকে, পাঁচ দিনের শেষ ভাগে বৃষ্টিপাতের প্রবণতা আরও বেড়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।