Logo

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৩
29Shares
দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা
ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টায় দেশের চারটি বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারাদেশেই বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এ পূর্বাভাস দেন।

তিনি জানান, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়ও বৃষ্টিপাতের আভাস রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

পূর্বাভাসে আরও বলা হয়, শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে রবিবার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রোববার উত্তর ও পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এ ছাড়া সোমবার (২২ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল ও চট্টগ্রামসহ দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। অন্যদিকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়, আগামী পাঁচ দিনে দেশে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD