Logo

বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে টিভি চ্যানেলে স্ক্রল প্রচারের নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৭
10Shares
বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে টিভি চ্যানেলে স্ক্রল প্রচারের নির্দেশ
ছবি: সংগৃহীত

দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় টেলিভিশনের স্ক্রলে বিনা খরচে সচেতনতামূলক বার্তা প্রচারের নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

উপসচিব মো. ইব্রাহিম ভূঞা স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুরোধে বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে দেশের সব টেলিভিশন চ্যানেলকে নির্দিষ্ট সময়ে স্ক্রলে বার্তা প্রচার করতে হবে।

সচেতনতা বৃদ্ধির জন্য যেসব বার্তা প্রচার করতে বলা হয়েছে-

১. “বিনিয়োগে সচেতন হোন - গুজব বা প্রলোভনে নয়, প্রকৃত তথ্যের ভিত্তিতে বিনিয়োগ করুন।”

বিজ্ঞাপন

২. “সচেতন বিনিয়োগ, সমৃদ্ধ আগামী।”

৩. বিস্তারিত জানতে ভিজিট করুন: www.finlitbd.com এবং https://www.youtube.com/@financialliteracyprogramba6178।

এ ছাড়া, জেলা তথ্য অফিসগুলোর মাধ্যমে বিনিয়োগ শিক্ষা ও জনসচেতনতামূলক অনুষ্ঠান সম্প্রচারেরও নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)সহ মোট ৩৫টি চ্যানেল এ নির্দেশনার আওতায় রয়েছে। এর মধ্যে রয়েছে- এটিএন বাংলা, চ্যানেল আই, একুশে টেলিভিশন, এনটিভি, আরটিভি, বৈশাখী টিভি, বাংলাভিশন, দেশ টেলিভিশন, মাই টিভি, এটিএন নিউজ, মোহনা টেলিভিশন, বিজয় টিভি, সময় মিডিয়া, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, বাছরঙ্গা টেলিভিশন, চ্যানেল-৯, চ্যানেল-২৪, জিটিভি, একাত্তর মিডিয়া, এশিয়ান টিভি, এস এ চ্যানেল, যমুনা টেলিভিশন, দীপ্ত টেলিভিশন, ডিবিসি নিউজ, নিউজ টোয়েন্টিফোর, বাংলা টিভি, দুরন্ত টিভি, নাগরিক টিভি, আনন্দ টিভি, টি-স্পোর্টস, নেক্সস টেলিভিশন, এখন টিভি, গ্লোবাল টিভি এবং চ্যানেল এস।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থে বিএসইসির অনুরোধ অনুযায়ী টিভি চ্যানেলগুলোকে বিষয়টি বাস্তবায়ন করতে হবে এবং এর অগ্রগতি সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD