আগামী ৫ দিনে বাড়তে পারে বৃষ্টিপাত

আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-অন্ধ্র উপকূলে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেছে সংস্থাটি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী
শুক্রবার (২৬ সেপ্টেম্বর): খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বহু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহের কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সাগরে লঘুচাপ, আরও ঘনীভূত হওয়ার শঙ্কা
শনিবার (২৭ সেপ্টেম্বর): রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনার কিছু স্থানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন সারাদেশে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
রবিবার (২৮ সেপ্টেম্বর): রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কয়েকটি স্থানে এবং রাজশাহী, ঢাকা ও খুলনার কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সারাদেশে মাঝারি ভারী বর্ষণের সম্ভাবনা থাকলেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বিজ্ঞাপন
সোমবার (২৯ সেপ্টেম্বর): রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আগামীকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকেই বৃষ্টির কার্যক্রম বাড়তে শুরু করবে বলে জানায় আবহাওয়া অফিস। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তি মিললেও কোথাও কোথাও ভারী বর্ষণের কারণে জনজীবনে ভোগান্তিও দেখা দিতে পারে।