Logo

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় সৃষ্টির ঘোষণা দিয়েছে মার্কিন নৌবাহিনী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ অক্টোবর, ২০২৫, ১৪:৪৪
33Shares
বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় সৃষ্টির ঘোষণা দিয়েছে মার্কিন নৌবাহিনী
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় সৃষ্টির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টায় প্রচারিত বার্তায় এ তথ্য জানানো হয়। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, এটি এখনও ঘূর্ণিঝড় নয়, বরং গভীর নিম্নচাপ।

আবহাওয়াবিদরা জানান, দেশে বাতাসের গতিবেগ কমপক্ষে টানা তিন মিনিট ধরে ঘণ্টায় ৬২ কিলোমিটার অতিক্রম করলে সেটিকে ঘূর্ণিঝড় ঘোষণা করা হয়। বর্তমানে বাতাসের সেই মানদণ্ড পূরণ না হওয়ায় বাংলাদেশে এটি ঘূর্ণিঝড় হিসেবে বিবেচিত হচ্ছে না।

বিজ্ঞাপন

অপরদিকে, মার্কিন কেন্দ্রটি বাতাসের গতি এক মিনিট ধরে হিসাব করে থাকে।

এদিন (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য জারি করা পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এতে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে এবং উপকূলীয় এলাকায় দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিনে দেশের আটটি বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD