সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বুধবার (৮ অক্টোবর) বিকেল বা সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বিজ্ঞাপন
দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।
দুপুর ১২টার পর ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ৬৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: ৪ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি
বিজ্ঞাপন
সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে, অর্থাৎ দিনের শেষভাগে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে।