Logo

আশ্বিনের বৃষ্টিতে রাজধানীতে জনজীবন বিপর্যস্ত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর, ২০২৫, ১৩:৩১
7Shares
আশ্বিনের বৃষ্টিতে রাজধানীতে জনজীবন বিপর্যস্ত
ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন

আশ্বিনের শেষ দিকে নেমে আসা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীর কর্মজীবী মানুষ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল থেকেই ঢাকায় শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি, যা দিনের বিভিন্ন সময়েই স্থায়ী হয়।

বৃষ্টিতে কেউ ছাতা মাথায় রাস্তায় নেমেছেন, কেউ আবার বাধ্য হয়ে ভিজেই গন্তব্যে ছুটছেন। এতে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়েছে। রিকশা ও সিএনজি চালকেরা স্বাভাবিকের চেয়ে বাড়তি ভাড়া দাবি করায় সাধারণ মানুষকে পড়তে হচ্ছে বাড়তি দুর্ভোগে। গণপরিবহনে যাত্রীদের ভিড়ও বেড়েছে কয়েকগুণ।

বিজ্ঞাপন

কারওয়ান বাজারগামী ব্যবসায়ী হাবিবুল্লাহ বলেন, “সকালে কাজে বের হতে না চাইলেও বাধ্য হয়েছি। ঝিরিঝিরি বৃষ্টিতে পুরো পথ ভিজে গেছি। আজ সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় রাস্তায় মানুষের চাপ অনেক বেশি। যানজটের কারণে সময়মতো কোথাও পৌঁছানোই কঠিন।”

রামপুরা ব্রিজ এলাকায় বাসের জন্য অপেক্ষমাণ খোরশেদ আলম জানান, “বৃষ্টিতে বাসে ভিড় এত বেশি যে ওঠা যাচ্ছে না। রিকশা বা সিএনজি চালকেরা সুযোগ বুঝে ভাড়া দ্বিগুণ করছে। কেউ ছাতা মাথায় দাঁড়িয়ে, কেউ হেঁটে যাচ্ছেন— কিন্তু গন্তব্যে পৌঁছানো এখন বড় চ্যালেঞ্জ।”

বিজ্ঞাপন

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সকাল ৭টার বুলেটিনে জানানো হয়েছে, আগামী ৬ ঘণ্টায় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

আশ্বিনের বৃষ্টিতে রাজধানীতে জনজীবন বিপর্যস্ত